• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৮:১৫ অপরাহ্ন

গাংনীতে ৭ কোটি ৩৬ লাখ টাকার পাঁচটি প্রকল্পের উদ্বোধন

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
গাংনীতে ৭ কোটি ৩৬ লাখ টাকার পাঁচটি প্রকল্পের উদ্বোধন
গাংনীতে ৭ কোটি ৩৬ লাখ টাকার পাঁচটি প্রকল্পের উদ্বোধন

মেহেরপুরের গাংনী উপজেলায় ৭ কোটি ৩৬ লাখ ৭৬ হাজার ৪৩০ টাকার পাঁচটি প্রকল্প উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
প্রকল্প গুলোর মধ্যে রয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নাধীন এক কোটি ৪৭ লাখ টাকা ব্যায়ে জ্যোতি মাধ্যমিক বিদ্যালয়ের ২য়, তয় ও ৪র্থ তলা উর্ধ্বমুখী সম্প্রসারণ, বাওট আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভবন ৮০ লাখ ৭৫ হাজার টাকা, এবং এসকেএস মাধ্যমিক বিদ্যালয় দুই কোটি ৭৩ লাখ টাকা ব্যায়ে বহুতল ভবন নির্মাণ। স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি)র বাস্তবায়নে বাদিয়াপাড়া চেয়ারম্যান পাড়া হইতে বামুন্দী হাট অভিমুখী সড়ক এক কোটি ৩৬ লাখ ৫২ হাজার টাকা, তেরাইল হতে সিন্দুরকোটা মুখী রাস্তা ভায়া মহাব্বতপুর সড়ক ৯৯ লাখ ৪৯ হাজার টাকা ব্যয়ে সড়কের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান, উপসহকারী প্রকৌশলী শাহিনুজ্জামান, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান, রাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামসুজ্জামান মঙ্গল ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category