যাত্রিবাহি একটি লেগুনা ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন মারাত্মক আহত হয়েছেন। আহতদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
আজ রোববার সকাল নয়টার দিকে মেহেরপুরের গাংনী-হাটবোয়ালিয়া সড়কের গোপালনগর বটতলায় এ ঘটনাটি ঘটে।
আহতরা হচ্ছেন, পাখিভ্যান চালক গাংনীর রাইপুর গ্রামের ইদবার রহমানের ছেলে হাসিবুল (২৫) ও ভ্যানের যাত্রি একই গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে ওয়ালিদ (২২)।
প্রত্যক্ষদশীর্ ও আহতসুত্রে জানা গেছে, গাংনী থেকে ছেড়ে যাওয়া দুটি লেগুনা একে অপরকে পাল্লা দিয়ে ওভার টেক করছিল। এসময় বিরীত দিক থেকে আসা পাখিভ্যানের মুখোমুখি ধাক্কা দেয়। পাখিভ্যান ও লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পাট শুকানো বাশের আড়া ও খুটির সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এসময় আহত হন হাসিবুল ও ওয়ালিদ।