মেহেরপুরের গাংনীতে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। আজ বৃহষ্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্তরের পুকুরে এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।
উপজেলা মৎস্য কর্মকর্তা সহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা রোকুনুজ্জামান ও উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন। ২০২২-২০২৩ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন এলাকার ৯টি পয়েন্টে ৩৫৮ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা সহিদুর রহমান।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।