মেহেরপুরের গাংনী চরগোয়াল গ্রামে গলায় ফাঁস দিয়ে ওসিল মোল্লা(৪০) আত্মহত্যা করেছে। শনিবার (০৮ সেপ্টেম্বর) দিবাগত রাতের কোন এক সময় বাড়ির পাশে কাঁঠালগাছের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ওসিল মোল্লা গাংনী উপজেলার চর গোয়াল গ্রামের বলফিল্ড পাড়ার মৃত শামসুদ্দিন মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, গত ৫-৬ বছর আগে থেকে ওসিল মোল্লা মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন । রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন নিজেই বাড়ির পাশের কাঁঠালগাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
ভবানীপুরের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জহির রায়হান জানান, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্ন করা হয়েছে। পারিবারিকভাবে কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্যঃগত ২০বছর আগে ওসিল মোল্লার পিতা শামসুদ্দিন মোল্লাও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিল।