মেহেরপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত
“তামাক কোম্পানির কুটকৌশল উম্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে বিশ্ব তামাকমুক্ত দিবস। দিবসটি উপলক্ষে আজ শনিবার সাকাল সাড়ে ১০ টার দিকে শহরের শিল্পকলা একাডেমীর সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন সিনিয়র সহকারি কমিশনার নাদির হোসেন শামীম। সহকারি কমিশনার সাজেদুল ইসলাম, আমির হোসেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডঃ এমদাদুল হকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রাটি সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়।