নির্বাচনী তফশিল ঘোষণার সাথে সাথেই মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে শহর জুড়ে সৃষ্টি হয়েছে ভোটের আমেজ। শহরের প্রধান সড়ক থেকে শুরু করে পাড়া—মহল্লা, বাজার, গ্যারেজ—সবখানেই চোখে পড়ছে প্রার্থীদের ফেস্টুন, পোস্টার ও ব্যানারের রঙিন সমাহার। নির্বাচনী আমেজে এখন সরব পুরো শ্রমিক সমাজ।
প্রতিবারের মতো এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন নতুন মুখসহ অভিজ্ঞ নেতারা। বর্তমান নেতৃত্ব বলছেন—অবকাঠামো উন্নয়ন ও শ্রমিক অধিকারের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও তাদেরই ভোট দেবেন শ্রমিকরা। প্রতিদিনই চলছে প্রার্থীদের বৈঠক, গণসংযোগ ও মতবিনিময় সভা। বিভিন্ন প্রার্থী তাদের শ্রমিকদের কাছে সমর্থন চাইছেন।
ইতোমধ্যেই বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভূক্ত মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনী তফসীল ঘোষণা করা হয়েছে। গত ২৭ অক্টোবর ২০২৫-২০২৭ ত্রি-বার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মারুফ আহম্মেদ বিজন স্বাক্ষরিত তফসীল ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে ভোটার তালিকা হালনাগাদের প্রচারণা চলছে। বর্তমানে জেলা মটর শ্রমিক ইউনিয়নের ভোটার সংখ্যা ৪ হাজার ২২০ জন।
এ নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়ন পত্র উত্তোলনের আগেই সকলেই কোমর বেঁধে নেমেছে প্রচার প্রচারণায়। ঘোষিত তফসীলের তথ্যমতে নির্বাচনের প্রথম ধাপে সদস্যদের বকেয়াসহ মাসিক চাঁদা পরিশোধ করে ভোটার তালিকা হালনাগাদের শেষ সময় ৫ নভেম্বর রাত ১০ টা পর্যন্ত।
খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ৬ নভেম্বর রাত ১০ টায়। চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও আপত্তি-নিষ্পত্তি হবে ৭ নভেম্বর দুপুর ১২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত।
নির্বাচনী প্রতিদ্বন্দ্বীতার জন্য মনোনয়ন পত্র বিক্রয় করা হবে ৮ নভেম্বর সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত। মনোয়ন পত্র জমা করা যাবে ৯ নভেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত।
পরের দিন ১০ নভেম্বর সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত দুই ধাপে মনোনয় পত্র যাচাই-বাছাই, আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি এবং চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।
প্রার্থীদের প্রার্থীতা প্রত্যাহার করার জন্য সময় নির্ধারণ করা হয়েছে ১১ নভেম্বর সকাল ১০ টা থেকে বেলা ১২ টা এবং সন্ধ্যা ৭ টা থেকে ১০ টা পর্যন্ত চুড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে। শুরু হবে প্রতীক নিয়ে প্রার্থীদের মাঝে নতুন উদ্যোমে প্রচার-প্রচারণার ধুম। জেলার শ্রমিকদের সঠিক নেতৃত্ব দিয়ে তাদের কল্যাণ করার প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে টানতে শুরু হবে রাত দিন ছুটে চলা।
শেষ হাসি কে বা কারা হাসবেন সেই প্রতিক্ষার অবসান ঘটাতে ১৭ নভেম্বর জেলা মটর শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। বিকেল ৫টার পরে ভোট গণণা শেষে ফলাফল প্রকাশ করা হবে।