• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৭:২৪ অপরাহ্ন

মেহেরপুরে সংকট দিয়েই বই উৎসব

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
মেহেরপুরে সংকট দিয়েই বই উৎসব
মেহেরপুরে সংকট দিয়েই বই উৎসব

মেহেরপুরের তিন উপজেলায় অধিকাংশ বই ছাড়ায় একযোগে শুরু হয়েছে বই উৎসব। সংকট নিয়েই বই বিতরণ করা হয়েছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে। তবে সরবরাহ না থাকায় প্রথম ও দ্বিতীয় শ্রেণির বই বিতরণ করা সম্ভব হয়নি। রবিবার (১জানুয়ারী) সকালে মুজিবনগর উপজেলার রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলাব্যাপী বই উৎসবের উদ্বোধন করেন।
মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ে বই উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) লিউজা উল জান্নাহ।
অপরদিকে এদিন সকালে গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম। গাংনী উপজেলায় ১৬২ প্রাক প্রাথমিক ও প্রাথমিক বিদ্যালয়, ১০টি মাদ্রাসা ও ৬৭টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। তবে প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের বই সরবরাহ না থাকায় শিক্ষার্থীরা ফিরেছেন খালি হাতে। অপর দিকে প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও ৫ম শ্রেণির সকল বই না থাকায় মাত্র তিনটি করে বই দেওয়া হয়েছে।
একই ভাবে মুজিবনগর উপজেলাতেও বই উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস।
জেলা প্রশাসক ডঃ মুনসুর আলম খান বলেন, আগামী ১৫ জানুয়ারীর মধ্যে প্রতিটি বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা বই পেয়ে যাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category