• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৩:০৭ অপরাহ্ন

মেহেরপুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলো ১২৩ টি পরিবার

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ২২ মার্চ, ২০২৩
মেহেরপুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলো ১২৩ টি পরিবার
মেহেরপুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলো ১২৩ টি পরিবার

ঈদের আগে চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মেহেরপুরে ঘর পেয়েছে ১২৩ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। বুধবার (২২ মার্চ) স্থানীয় প্রশাসনের আয়োজনে এবং গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তিন উপজেলার গাংনীতে উপকারভোগীদের হাতে ঘরের চাবি তুলে দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু, পৌর মেয়র আহম্মেদ আলী, সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী ও বিভিন্ন ইউপি চেয়ারম্যান। এসময় সরকারী দপ্তরের কর্মকর্তা কর্মচারিবৃন্দসহ উপজেলার ৪৭ টি উপকারভোগী উপস্থিত ছিলেন। মেহেরপুর সদরে ৬১ ও মুজিবনগর উপজেলায় ১৫ টি পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category