• রবিবার, ১৯ মে ২০২৪, ০৯:৩৬ পূর্বাহ্ন

বেগম সালেহা মহিলা ডিগ্রি কলেজ জেলার শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হওয়ায় আনন্দ শোভাযাত্রা

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
Update : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
বেগম সালেহা মহিলা ডিগ্রি কলেজ জেলার শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হওয়ায় আনন্দ শোভাযাত্রা
বেগম সালেহা মহিলা ডিগ্রি কলেজ জেলার শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হওয়ায় আনন্দ শোভাযাত্রা

ঝিনাইদহের হরিনাকুণ্ডুর ঐতিহ্যবাহী সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হওয়ায় এক আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় কলেজ ক্যাম্পাস থেকে অর্ধসহস্রাধিক শিক্ষার্থীর সাথে শিক্ষক, সহায়ক স্টাফ ও কলেজ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দর সমন্বয়ে এক সুবিশাল আনন্দ শোভাযাত্র অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ব্যান্ডের তালে তালে শিক্ষার্থীগন রঙ-বেরংঙের ফ্যাস্টুন প্লাকার্ড হাতে নিয়ে নান্দনিক টিশার্ট পরিহিত হয়ে দীর্ঘ পথ অতিক্রম কালে ঘন্টা খানিকের জন্য ব্যবসায়ী, পথচারীসহ বিভিন্ন পেশার শতশত মানুষ হাত নেড়ে আনন্দ প্রকাশ করে র‍্যালিটিকে স্বাগত জানায়। এসময় নারী শিক্ষার বাতিঘরতুল্য কলেজ কর্তৃপক্ষ হরিনাকুণ্ডুবাসির প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করে।

র‍্যালি উত্তর কলেজ মিলনায়তনে অধ্যক্ষ এম মোক্তার আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব রওশন আলী সমগ্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী অংশ নেন। আলোচনা সভার শেষে কলেজের শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন ইভেন্টে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পুরস্কৃত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category