• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০১:৩৬ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গার দর্শনায় স্বর্ণের বারসহ আটক-১

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
চুয়াডাঙ্গার দর্শনায় স্বর্ণের বারসহ আটক-১
চুয়াডাঙ্গার দর্শনায় স্বর্ণের বারসহ আটক-১

চুয়াডাঙ্গার সীমান্তবর্তী দর্শনা মেমনগর স্কুলের সামনে থেকে ২৫ ভরি স্বর্ণের ছোট-বড় ৪ টি বারসহ হৃদয় নামের এক চোরাকারবারিকে আটক করেছে চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশ। তিনি দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের নওশেদ আলীর ছেলে। রোববার বেলা ১১ টার দিকে দর্শনা- মুজিবনগর সড়কের মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়। যার ওজন ২শত ৯৫ গ্রাম যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২২ লক্ষ টাকা।

পুলিশ জানান, চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নির্দেশে গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ শফিকুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স দর্শনা মেমনগরে অভিযান চালায় পরিচালনা করা হয় । মোটরসাইকেল চালক হৃদয় কে থামার সংকেত দিলে না থেমে সাদা কস্টেপে মোড়ানো একটা পোটলা রাস্তার পাশে ডোবায় ফেলে দিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তাকে আটক করে এবং ডোবায় নেমে স্বর্ণের ছোট বড় ৪ টুকরো বার উদ্ধার করে। ঘটনাস্থল পরিদর্শন করেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান। তিনি বলেন, স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্তের দিকে যাচ্ছিলো। আমরা আটককৃত আসামির স্বীকারক্তির ভিত্তিতে গডফাদারকে খোঁজার চেষ্টা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category