মেহেরপুরের গাংনীতে রবি মৌসুমে প্রনোদনা কর্মসূচির আওতায় বোরো গমের বীজ, রাসায়নিক সার ও হাইব্রীড ধানের বীজ বিনামুল্যে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে এ প্রণোদনা বীজ ও সার প্রদানের উদ্বোধন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন।
গাংনী উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন জানান, চলতি ২০২৫-২০২৬ অর্থ বছরে চলতি মৌসুমে উপজেলার ১৫০ জন কৃষকের প্রত্যেকের জন্য ২০ কেজি গম বীজ, ইউরিয়া ৩৫ কেজি, এমওপি ১০ কেজি, জিপসাম ১৭ কেজি, জিংক সালফেট ১ কেজি, বোরেন ১ কেজি, ৩ টি করে ড্রাম প্রদান করা হয়। এছাড়াও ৩৭৫ জন কৃষকের প্রত্যেককে ২ কেজি বোরো হাইব্রীড ধান বীজ প্রদান করা হয়। এ প্রণোদনায় ৫২৫ জন কৃষক সুবিধা পাবেন।
এসময় উপজেলা প্রানীসম্পদ বিভাগের ভেটেনারী সার্জন আরিফুল ইসলাম, কাজীপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইন, রাইপুর ইউপির প্যানেল চেয়ারম্যান সারগিদুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের কৃষকগণ উপস্থিত ছিলেন।