২০২৪-২৫ অর্থবছরের খরিপ-২ মৌসুমে রোপা আমন আবাদে উৎসাহ দিতে গাংনী উপজেলায় ১ হাজার ৯শ ৪০ জন কৃষক পরিবারকে কৃষি প্রণোদনা প্রদান করা হয়েছে। প্রতিটি কৃষক পরিবারকে দেওয়া হয়েছে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার। এছাড়া সম্প্রসারণের লক্ষে প্রতিটি পরিবারকে ৫ থেকে ১০টি করে নারিকেল চারা প্রদান করা হয়েছে।
রবিবার (২৯ জুন) দুপুরে গাংনী উপজেলা চত্বরে এ প্রণোদনা সহায়তা প্রদান করা হয়। উপজেলা কৃষি অফিসের আয়োজনে এই প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আসাদুজ্জামান বাবলু। এছাড়াও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন জানান, “এবারের প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকেরা উন্নত জাতের বীজ ও সারের পাশাপাশি ফলজ গাছের চারা পাচ্ছেন, যা ভবিষ্যতে তাদের আয়ের নতুন উৎস হয়ে উঠবে।”
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন বলেন, “সরকার কৃষকদের উৎপাদন সক্ষমতা বাড়াতে নিয়মিত প্রণোদনা দিয়ে আসছে। এ কার্যক্রমের মাধ্যমে কৃষকেরা আধুনিক ও টেকসই কৃষিতে উদ্বুদ্ধ হবেন।”