• বুধবার, ১৫ মে ২০২৪, ১০:৫৭ অপরাহ্ন

গাংনীতে কৃষকদের সাথে থানা পুলিশের মত বিনিময়

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
গাংনীতে কৃষকদের সাথে থানা পুলিশের মত বিনিময়
গাংনীতে কৃষকদের সাথে থানা পুলিশের মত বিনিময়

মেহেরপুরের গাংনীতে কৃষকদের সাথে মতবিনিময় করেছে গাংনী থানা পুলিশ। সোমবার (২ জানুয়ারী) বিকাল ৫ টার দিকে উপজেলার চরগোয়াল গ্রামের ফুটবল মাঠে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় আওয়ামী লীগ নেতা সাইফুর রহমানের সভাপতিত্বে ও ভবানীপুর ক্যাম্প ইনচার্জ এসআই জহির রায়হান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে ওসি আব্দুর রাজ্জাক বলেন, সম্প্রতি চরগোয়াল গ্রামে কিছু দুষ্কৃতিকারী রাতের আঁধারে কৃষকের উঠতি ফসল বিনষ্ট করছে। তাই গ্রামবাসীদের ঐক্যবদ্ধ হয়ে সেই দুষ্কৃতিকারীকে আটকপূর্বক গাংনী থানায় পুলিশের হাতে হস্তান্তর করার অনুরোধ জানান তিনি। তিনি আরো বলেন, বর্তমানে আইন শৃঙ্খলার পরিস্থিতি অনেক ভালো। যেকোনো পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করছে পুলিশ। সেই সকল দুষ্কৃতিকারীকে আটকের চেষ্টা করছে পুলিশ। এ সময় গ্রামের গণ্যমান্য ব্যক্তিসহ প্রায় ৪ শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category