• বুধবার, ১৫ মে ২০২৪, ০৯:৫৭ পূর্বাহ্ন

ঈদের দিনেও সারাদেশে বৃষ্টির সম্ভবনা

বিবর্তন ডেস্ক
Update : বুধবার, ২৮ জুন, ২০২৩
ঈদের দিনেও সারাদেশে বৃষ্টির সম্ভবনা
ঈদের দিনেও সারাদেশে বৃষ্টির সম্ভবনা

মেঘে ঢাকা আকাশ সকাল থেকেই, মাঝে মাঝে বৃষ্টিও ঝরছে; ঢাকাসহ সারাদেশে এমন আবহাওয়া ঈদের দিন পর্যন্ত থাকবে বলেই আভাস মিলেছে।

বুধবার দুপুরে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মোহাম্মদ আবদুর রহমান বলেন, ‘আগামীকাল সকালেও ঢাকাসহ সারা দেশে বৃষ্টিপাত হবে। স্থানভেদে বৃষ্টিপাতের পরিমাণ কমবেশি হবে। সারাদিনই থেমে থেমে তা অব্যাহত থাকতে পারে।’

এদিকে বৈরী এই আবহাওয়ার কারণে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, লঘুচাপ সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সঞ্চরণশীল মেঘ তৈরি অব্যাহত আছে। এ কারণে আরো অন্তত দুই দিন এই আবহাওয়া বিরাজ করবে। আজ এবং আগামীকাল এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে কাল দুপুরের পর আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে। কোথাও কোথাও টানা বৃষ্টি নাও হতে পারে। থেমে থেমে চলবে এই অবস্থা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category