স্কুল ভিত্তিক দাবা প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে যশোর জেলা স্কুল। এদিকে রানার্স আপ হয়েছে বাঘারপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। শনিবার বিকেলে যশোর পুলিশ লাইনের ড্রিল সেডে জেলা ক্রীড়া সংস্থা এবং জেলা পুলিশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল আহমেদ, যশোর প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান দিপুসহ আরো অনেকে।