ভারতের ব্যাঙ্গালুরুতে ঈদ করছেন বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবলাররা। অন্য দিকে নারী ফুটবলাররা ঈদ করলেন বাফুফে ভবনে। জুলাইয়ে নেপালের বিপক্ষে দুটি ম্যাচ থাকায় নারী ফুটবলাররা এবার পাননি ঈদের ছুটি।
নারী ফুটবলারদের বাফুফে ভবনে ঈদ উদযাপন নতুন কিছু নয়। গত কয়েক বছরে একাধিক ঈদ এই ভবনে কাটিয়েছেন সাবিনা-কৃষ্ণারা৷ ঈদের দিন অনেক সময় অনুশীলনও করেছেন তারা। তবে আজ তাদের কোন অনুশীলন ছিল না৷
ঈদের সময় নারী ফুটবলাররা ক্যাম্পে থাকায় বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ ঈদের দিন আসেন। বিগত সময়ের মতো আজও তিনি নারী ফুটবলারদের সঙ্গে ঈদের দিনের কিছু সময় কাটিয়েছেন। কিরণ থাকাবস্থায় অনুপস্থিত ছিলেন নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন ও জাপানি বংশোদ্ভূত ফুটবলার সুমাইয়া। সাবিনা আজ সকালের পর খালার বাসায় গিয়েছেন রাতেই ক্যাম্পে ফেরার কথা রয়েছে আর সুমাইয়া নিজ বাসায় রয়েছেন আজ।
সাম্প্রতিক সময়ে নারী ফুটবল নিয়ে বাফুফে নানা সমালোচনার মধ্যে ছিল। সেই সমালোচনা পাশ কাটিয়ে আসন্ন জুলাই উইন্ডোতে সাবিনাদের মাঠে ফেরানোর চেষ্টা বাফুফের।