• রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৮:৩৫ পূর্বাহ্ন

মেহেরপুর সড়ক ও জনপথ বিভাগে দুদকের অভিযান 

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ২০ জুলাই, ২০২২

মেহেরপুর সড়ক ও জনপথ বিভাগ কার্যালয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুপুরের দিকে দুদক কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক নীল কমল পালের নেতৃত্বে সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপ-সহকারী পরিচালক মাহিদুল ইসলাম, আতিকুর রহমান, আবু তালহার নেতৃত্বে এ  অভিযান চালানো হয়।

সহকারী পরিচালক নীল কমল পাল জানান,  মেহেরপুর সড়ক ও জনপথ বিভাগের বিভিন্ন কাজে অনিয়মের অভিযোগ পেয়ে  অভিযান পরিচালনা করা হচ্ছে। বিভিন্ন কাজের নথিপত্র কর্তৃপক্ষকে দেওয়ার জন্য বলা হয়েছে। নথিপত্র পরীক্ষ-নিরীক্ষার পর প্রকৃত তথ্য জানা যাবে।

অভিযান চলাকালে মেহেরপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী অনুজ কুমার দে, নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম অনুপস্থিত ছিলেন। বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মিজানুর উপস্থিত থাকলেও তিনি জানান একদিন পূর্বে মেহেরপুরে যোগদান করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category