ভোলায় পুলিশে গুলিতে নিহত ছাত্রদলের সভাপতি নূরে আলম নিহত হওয়ার প্রতিবাদে মেহেরপুর জেলা তৃণমূল ছাত্রদলের উদ্যেগে ছাত্র সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে মেহেরপুর শহরের বড় বাজার এলাকায় জেলা বিএনপি’র কার্যালয়ে এ ছাত্র সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি মেহেরপুর শহরের বড় বাজার এলাকার জেলা বিএনপি’র কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে মেহেরপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহবুব সানি সভাপতির বক্তব্যে বলেন, নূরে আলম ভাই জীবন দিয়েছে বাংলাদেশের সকল জনগণের জন্য,বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য। স্বাধীন বাংলাদেশ আজকে স্বাধীন নয়,দেশ এখন পরাধীনতার শিকলে বন্দি। এই শিকল ভাঙ্গতে আমাদের সকলকেই ঐক্যবদ্ধ হতে হবে।
জেলা যুবদলেল অন্যতম সদস্য মনিরুল ইসলাম মনির সঞ্চালনায় ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেব বক্তব্যে রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি ওমর ফারুক লিটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ।
এছাড়া বক্তব্য রাখেন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হুজাইফা ডিক্লেয়ার, ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফরিদুল ইসলাম মিন্টু,সহ সাংগঠনিক সম্পাদক লিটন উদ্দিন, যুবদল নেতা শফিকুল, সদস্য খাইরুল।
এসময় জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম,পৌর ছাত্রদল নেতা ফুর্তি হাসান, রাব্বি, সোহাগ, বিল্লাল। সদর থানা ছাত্রদল নেতা রাজু, জয়নাল। মুজিবনগর উপজেলা ছাত্রদলের নেতা রুবেল, নাহিদ, নাদিম, আমঝুপি ইউনিয়ন ছাত্রদল নেতা নয়ন, রাজু, ফারিদুল, কুতুবপুর ইউনিয়ন ছাত্রদল নেতা জুবায়ের, জাহিদসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে নিহত নূরে আলমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।