আন্তঃজেলা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
মেহেরপুর জেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে আন্তঃজেলা ৪৯ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
মেহেরপুর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন জেলা পর্যায়ে ২ দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এ সময় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেনসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা সেখানে উপস্থিত ছিলেন।