• বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে ওয়ার্কশপ অনুষ্ঠিত ঝিনাইদহ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মিন্টুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর গাংনীতে আল-জামিয়াতুস সিদ্দিকীয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মেহেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৬৬  হাজার টাকা জরিমানা মেহেরপুরে কৃষক দলের মিছিল ও স্মারকলিপি প্রদান মেহেরপুরে প্রতিবন্ধী দিবস পালিত মাওলানা সাদকে বিশ্ব ইজতেমায় নিয়ে আসতে মেহেরপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান আলু ও পেঁয়াজের দাম বৃদ্ধির প্রতিবাদে মেহেরপুরে ক্যাবের মানববন্ধন আমান নামের সেই ভূয়া মেজর আবারও আটক সংবাদ প্রকাশ-রেড ক্রিসেন্ট সোসাইটির মেহেরপুর ইউনিটের মালামাল জব্দ

মেহেরপুরে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
মেহেরপুরে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
মেহেরপুরে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে দেশের যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে যুবলীগ প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকেই যুবলীগ সেই লক্ষ্যকে সামনে নিয়ে অগ্রসর হচ্ছে।

প্রায় পাঁচ দশকের দীর্ঘ লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে যুবলীগ বর্তমানে দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে। বিভিন্ন সময় দেশের বিভিন্ন সংটকে সমাজকে সংগঠিত করে আন্দোলন-সংগ্রামের নেতৃত্ব দিয়ে আসছে যুবলীগ। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে এই সংগঠনের নেতাকর্মীদের আত্মত্যাগও রয়েছে।

সংগঠনের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালি ও উন্নয়ন শোভাযাত্রা করেছে মেহেরপুর জেলা যুবলীগ।

শনিবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন ও যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশানের উদ্যোগে আনন্দ র‌্যালি ও উন্নয়ন শোভাযাত্রাটি জেলা যুবলীগের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে গিয়ে শেষ হয়।

এসময় মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রেজা, সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন, শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুজ্জামান সুইট, ‍জেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম সম্পাদক জুয়েল রানা, জেলা ছাত্রলীগী সহ-সভাপতি শোভন সরকার, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানাসহ জেলা যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পরে সেখানে কেক কাটার আয়োজন করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category