মেহেরপুর জেলায় নিয়মিত চলছে মাদক বিরোধী অভিযান।
তারই অংশ হিসেবে ফেনসিডিলসহ শাহারুল ইসলাম ও তার স্ত্রী রেনুকাকে আটক করেছে সদর ফাঁড়ি পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে শহরের কাজী অফিস পাড়ায় তাদের মুদি দোকান থেকে ফেনসিডিলসহ তাদেরকে আটক করা হয়।
মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দীন জানান, গোপন সুত্রে খবর পেয়ে এএসআই নাজমুল ও এটিএসআই জালালসহ ফাঁড়ি পুলিশের একটি দল শহরের পুরাতন বাসষ্ট্যান্ড পাড়ায় শহারুল ইসলামের মুদি দোকানে অভিযান চালায়।
এ সময় দোকান থেকে ৪ বোতল ফেনসিডিলসহ শাহারুল ও তার স্ত্রী রেনুকাকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দিয়ে আদলতে সোর্পাদ করা হবে।