মেহেরপুরে আরিএফএল এক্সক্লুসিভ শো-রুমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন উপস্থিত থেকে শহরের কাঁসারী পাড়ায় আরএফএল কোম্পানীর এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করেন।
শহরের সিটি ব্যাংক ভবনের নীচে অবস্থিত এই শোরুম উদ্বোধনকালে আরএফএল কোম্পানীর নির্বাহী পরিচালক (ইডি) তৌকির আহমেদ, সিনিয়র জিএম শাহ আলম, মেহেরপুর শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল, পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন, সংগঠক শোয়েব রহমান এবং সাংবাদিক তুহিন আরন্য প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় দেশকে এগিয়ে নিতে দেশের বড় বড় কোম্পানীগুলোকে ব্যবসা কার্যক্রমের পাশপাশি সামাজিক সেবামূলক কাজে আরও বেশি ভূমিকা রাখতে আহবান জানান বক্তারা।