সারাদেশের ন্যায় মেহেরপুরেও বিভিন্ন প্রকল্পের ৫৭ টি অবকাঠামো উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বেলা ১১ টার দিকে ভার্চুয়ালী এই অবকাঠামাগুলো উদ্বোধন করেন তিনি। এর মধ্যে রয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ১১ টি ভবন সরকারি এবং স্থানীয় সরকার অধিদপ্তরের ৯টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন ও দুইটি শেখ রাসেল মিনি স্টেডিয়াম। এছাড়াও গাংনী উপজেলার ভূমিহীনদের মাঝে ২৫ টি ঘর প্রদানের মধ্যদিয়ে পুরো জেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী। বিভিন্ন আশ্রয়ন প্রকল্পে দশটি নতুন ঘরের উদ্বোধন করা হয়। মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে উদ্বোধন কালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম হাসান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শামীম হোসেন, মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: জমির মোহাম্মদ হাসিবুর সাত্তারসহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ। এর ফলে মেহেরপুরে উন্নয়নের সুবিধা ভোগ করবে মেহেরপুরবাসী। অনুষ্ঠানে বিভিন্ন আশ্রয়ন প্রকল্পের সুবিধাভোগী ও ভূমিহীন সুবিধাভোগীরা অংশগ্রহণ করে।
উল্লেখ্য সারাদেশে ২৪ টি মন্ত্রণালয়ের ১৫৭ টি প্রকল্পের ১০ হাজার ৪১টি অবকাঠামো উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।