মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান বাসস্ট্যান্ডে ভ্যান ও অবৈধ যান লাটা হাম্বারের মুখোমুখি সংঘর্ষে লিটন হোসেন (২৭) নামের এক ভ্যানচালকের মৃত্যু ঘটেছে।
সোমবার ( ৫ আগষ্ট) দুপুর এ দুর্ঘটনাটি ঘটে। ভ্যান চালক লিটন হোসেন গাংনীর হাড়িয়াদহ গ্রামের ইয়াসিন আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভ্যান চালক লিটন হোসেন তার ভ্যান নিয়ে বাওট বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বেআইনী যান লাটা হাম্বারের মুখোমুখি সংঘর্ষ হয়। রাস্তার উপর ছিটকে পড়ে স্থলেই মারা যান ভ্যানচালক লিটন হোসেন। খবর পেয়ে বামুন্দি ফায়ার সার্ভিসের একটি টিম কোন স্থলে গিয়ে লিটন হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।
গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, দুর্ঘটনা খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনা স্টলে পৌঁছেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।