মহানবী হযরত মোহাম্মদ (স:)কে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া এলাকায় বসবাসকারী কলেজছাত্র আকাশ সাহাকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।
গত শনিবার দিবাগত রাতে খুলনা থেকে তাকে গ্রেফতার করা হয়। আকাশ সাহা দিঘলিয়া সাহাপাড়ার অশোক সাহার ছেলে। ঘটনার পরপরই পুলিশ শুক্রবার আকাশ সাহার বাবা অশোক সাহাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আকাশ সাহাকে খুলনা থেকে গ্রেফতার করে নড়াইল আনা হয়েছে, বিস্তারিত পরে জানানো হবে।
উল্লেখ্য: গত শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে ধর্মীয় অনুভুতিতে আঘাত করে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ ওঠে আকাশ সাহার বিরুদ্ধে। ঘটনার দিন পুলিশ অভিযুক্তের বাবা অশোক সাহাকে আটক করে।