বাংলাদেশিদের জন্য চীনের ভিসা ফি কমানো হয়েছে। ১১ ডিসেম্বর থেকে ২০২৪ এর ৩১ ডিসেম্বরের মধ্যে যারা ভিসা আবেদন করবে তাদের জন্য পরিবর্তিত ভিসা ফি বলবৎ হবে। চীনা দূতাবাসের এক নোটিশে জানানো হয়, ছয় মাসের নিচে ভিসার ক্ষেত্রে সিঙ্গেল এন্টি ফি (রেগুলার ডেলিভারি) ২,৪০০ টাকা এবং ডাবল এন্ট্রি ৩,৬০০ টাকা।
এক্সপ্রেস ও আর্জেন্ট ভিসার ক্ষেত্রে চার্জ বেশি। ছয় মাসের বেশি মাল্টিপল ভিসার (রেগুলার ডেলিভারি) জন্য ফি হচ্ছে ৪,৮০০ টাকা এবং ১২ থেকে ২৪ মাসের মাল্টিপল ভিসার ফি ৭,২০০ টাকা। নোটিশে বলা হয়, দুই দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধির জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।