আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে চ্যুাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে নিগার সুলতানার দল। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে শিরোপা জয়ী এ নারী ক্রিকেট দল ঢাকায় পৌঁছেছেন। ২৫ সেপ্টেম্বর শিরোপা নির্ধারণী ফাইনালে আইরিশ নারীদের ৭ রানে হারায় তারা। বাংলাদেশের নারী ক্রিকেট দল এর আগে ২০১৮ এবং ২০১৯ সালেও টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে শিরোপা জিতেছিল। আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে তৃতীয়বারের মতো শিরোপা জিতে নেয় বাংলাদেশ।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় তাদের বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপের টিকিট কেটেছিলেন নিগার সুলতানার দল।
দেশে ফিরলেও বিশ্রাম নেওয়ার সুযোগ পাচ্ছেন না তারা। মাত্র তিনদিন পর ১ অক্টোবর থেকে শুরু হবে এশিয়া কাপ। সিলেটে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা শিরোপা ধরে রাখার মিশন নিয়ে মাঠে নামবেন। দুইদিন বিশ্রাম নিয়ে আগামী ২৯ সেপ্টেম্বর তারা সিলেটে যাবেন।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। সবগুলো ম্যাচই হবে সিলেটের মাঠে। সাত দলের অংশগ্রহণে ২৪ ম্যাচের এই টুর্নামেন্টের ফাইনাল হবে ১৫ অক্টোবর।
বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে ৩ অক্টোবর সকাল ৯টায় পাকিস্তানের মুখোমুখি হবে। এরপর ৬ অক্টোবর মালয়েশিয়া, ৮ অক্টোবর ভারত, ১০ অক্টোবর শ্রীলঙ্কা ও ১১ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে জ্যোতির দল।
এ অংশ নিচ্ছে ৭টি দল। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতিটি দল ৬টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। সেখান থেকে টেবিলের শীর্ষ ৪টি দল খেলবে সেমিফাইনাল। সেমিফাইনাল হবে ১৩ অক্টোবর। শিরোপা নির্ধারণী ম্যাচ হবে ১৫ অক্টোবর। মোট ২৪ ম্যাচের ৯টি হবে সিলেটের আউটার ক্রিকেট স্টেডিয়ামে। বাকি ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।