• মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৯ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মেহেরপুরের যুবক নিহত

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মেহেরপুরের যুবক নিহত
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মেহেরপুরের যুবক নিহত

চুয়াডাঙ্গা জেলার হাতিকাটা নামক স্থানে পাখি ভ্যান-মোটরসাইকেল মুখোমুখী সংঘর্ষে এজাজ আহম্মেদ (২৪) নামের এক যুবক নিহত হয়েছে আহত হয়েছেন পাখিভ্যান চালক।

রবিবার (৫ নভেম্বর) বিকেল আনুমানিক ৩ টার দিকে চুয়াডাঙ্গার বঙ্গজ ফ্যাক্টরীর অদুরে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে । এজাজ আহম্মেদ মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের মোল্লাপাড়ার আলফাজ হোসেনের ছেলে।

জানা যায়, এজাজ আহম্মেদ ২০১৭ সালে উন্নত জীবন ও জীবিকার তাগিদে দক্ষিন কোরিয়ায় যায়। পাঁচ বছর পর পঞ্চাশ দিনের ছুটিতে বেশ কিছু দিন আগে সে দেশে আসে। ঘটনার দিন দুপুরে সে বন্ধু তারিকের সাথে আরওয়ান ফাইভ মোটরসাইকেল নিয়ে চুয়াডাঙ্গা শহরে মোটরসাইকেলের কাগজপত্র নিতে শোরুমে যায়। সেখানে দেরী হওয়ায় তারিককে বসতে বলে সে চা খাওয়ার জন্য হাতিকাটার উদ্দেশ্যে রওনা হয়।

পথিমধ্যে বঙ্গজ এর অদূরে পৌছলে সামনে থাকা পাখিভ্যান হঠাৎ মোড় নিলে সে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর ছিটকে পড়ে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ঘটনা স্থলেই মারা যায়। স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এক ভাই এক বোনের মধ্যে এজাজ বড়। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবার ও পরিজনের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। রাতে জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে লাশের দাফন কাজ সম্পন্ন হবে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category