আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের ৩ হাজার ৬ শত দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে (ভিজিএফ) ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে সাহারবাটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পর্যায় ক্রমে এ চাল বিতরণ শুরু করা হয়।
সাহারবাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসমা খাতুন উপস্থিত থেকে এ চাল বিতরণ করেন। এসময় অত্র ইউনিয়ন পরিষদের সদস্যগণ, ইউনিয়ন পরিষদ সচিবসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বর্তমান সরকারের বিশেষ বরাদ্দ বিনামূল্যে ভিজিএফ খাদ্যশষ্য (চাল) বিতরণ করা হয়েছে। সরকারের ঈদ উপহারের চাল পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে এলাকার অসহায় ও নিম্ন আয়ের মানুষ।