মেহেরপুরের গাংনীতে ছাত্রলীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
এসময় ইটপাটকেল নিক্ষেপ ও বিএনপি অফিসের সাইনবোর্ড ছিড়ে দেওয়া হয়েছে।
আজ শনিবার দুপুরে গাংনী বাসস্ট্যান্ডে এ উত্তেজনা শুরু হয়।
জানা গেছে, গাংনী উপজেলা ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা গাংনী সরকারি ডিগ্রি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলে বিএনপি-জামায়াত বিরোধী স্লোগান দিয়ে গাংনী বাসস্ট্যান্ডে পৌঁছায়।
এসময় বিএনপি অফিসে ইটপাটকেল নিক্ষেপ করে ছাত্রলীগ নেতাকর্মীরা।
এক পর্যায়ে বাসস্ট্যান্ড রেজাউল চত্ত্বরে প্রতিবাদ সমাবেশ করছিল ছাত্রলীগ নেতাকর্মীরা।
এসময় বিএনপির গুটি কয়েক নেতাকর্মী রামদা (দেশীয় অস্ত্র) ধাওয়া করে।
এতে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায় ছাত্রলীগ নেতাকর্মীরা।
কিছুক্ষণ পরে ছাত্রলীগ নেতাকর্মীরা আবারও সংঘঠিত হয়ে লাঠিসোটা নিয়ে বিএনপি অফিসে হামলা করে।
ছিড়ে দেওয়া হয় বিএনপি অফিসের সাইনবোর্ড ব্যানার। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।