প্রাচীন ও গ্রামীণ খেলাধুলার সাথে নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিতে বিচিত্র সব খেলা নিয়ে ব্যতিক্রমী ক্রীড়া প্রতিযোগিতার আসর বসেছিল মেহেরপুরের গাংনী উপজেলার চেংগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। শুক্রবার দিনব্যাপী এ প্রতিযোগিতা দেখতে ভিড় করেছিল কৌতূহলী মানুষ। আমেরিকা প্রবাসী জয়নাল আবেদীনের সহযোগীতায় খেলার উদ্বোধন করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক জান মোহাম্মদ মিন্টু।
দিনব্যাপি অনুষ্ঠিত খেলা গুলোর মধ্যে আকষনীয় ছিল- প্লেট র্মাবেল উত্তোলন, ইট পায়ে হাটা, ঘরে বাইরে, চেয়ারে বসা. গুপ্ত ধন সন্ধান, অংক দৌড়, বন্ধ চোখে হাসঁ ধরা, ডিগবাজী, বস্তার উপরে বসে বস্তায় টানাদৌড়, বালিতে ঝুলিয়ে বল নিক্ষেপ, পিঠে হাড়ি ভাঙ্গা, স্বামীর পেটে স্বামীর বল নিক্ষেপ, দড়ি টানাটানি, হাড়ি ভাঙ্গা, আস্তে আস্তে মোটর সাইকেল চালোন, মেরুদন্ডের শক্তি পরিক্ষা, তৈলাক্ত কলা গাছ ওঠা, বালিশ লড়াই, সাবান মাখা প্রতিযোগিতাসহ ২১ ধরনের খেলা।
আবহমান বাংলার ঐতিহ্যবাহী খেলা গুলো ধরে রাখার জন্য এই খেলাধুলার আয়োজন। বিগত ১০ বছর ধরে এই খেলাধুলা চালিয়ে আসেছেন চেংগাড়া গ্রামের লোকজন। দূর দুরন্ত থেকে মানুষ এখানে খেলা উপভোগ করতে আসেন।