• শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুর মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে ঘিরে চলছে ভোটের আমেজ বাংলাদেশ পুলিশ নতুন পোশাকে মাঠে নামবে ১৫ নভেম্বর গাংনীতে তালাবদ্ধ গোডাউন থেকে কাঠমিস্ত্রির মরদেহ উদ্ধার, দুই সহযোগী নিখোঁজ সাটারিংয়ের বাঁশ সরানোয় শ্রমিকের হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ বাড়ির মালিকের বিরুদ্ধে স্বতন্ত্র নার্সিং প্রশাসন বিলুপ্ত করে অধিদপ্তরে একীভূত করার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন কুষ্টিয়ায় বিজিবির অভিযানে সাড়ে ৫ কেজি ভারতীয় রুপা ও নকল বিড়ি উদ্ধার একপক্ষ নিজেরা অপকর্ম করে দায় চাপানোর রাজনীতি করছে-জাহিদুল ইসলাম জনস্বাস্থ্য ও অর্থনৈতিক সুরক্ষার স্বার্থে শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন প্রয়োজন মেহেরপুরে ২২ শত মিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে মিছিল ও সমাবেশ

কুষ্টিয়া মেয়েকে হত্যার হুমকি দিয়ে মাকে ধর্ষণের অভিযোগে দেবর কারাগারে

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : বুধবার, ৯ জুলাই, ২০২৫
কুষ্টিয়া মেয়েকে হত্যার হুমকি দিয়ে মাকে ধর্ষণের অভিযোগে দেবর কারাগারে
কুষ্টিয়া মেয়েকে হত্যার হুমকি দিয়ে মাকে ধর্ষণের অভিযোগে দেবর কারাগারে

কুষ্টিয়ার কুমারখালীতে দেড় বছরের শিশু কন্যাকে হত্যা করা হবে বলে হুমকি দিয়ে মাকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে দেবরকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বুধবার (৯ জুলাই) দুপুরে দিকে আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে পাঠানো হয়। এছাড়াও পরীক্ষা-নিরীক্ষার জন্য ভিকটিমকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

এর আগে, গত মঙ্গলবার দুপুরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কুমারখালী থানায় একটি মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে পুলিশ। ভিকটিম ও আসামি সম্পর্কে জানতে পারে তারা আপন দেবর -ভাবি।

এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) সোলাইমান শেখ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভিকটিমের স্বামী পদ্মানদীতে ট্রলারে কাজ করেন। গত সোমবার রাতে স্বামী কাজে গেলে দেবর ভাবির শয়নকক্ষে প্রবেশ করে এবং ভিকটিমকের দেড় বছর বয়সি শিশুকে হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর ভিকটিম তার স্বামীকে বিষয়টি বললে তিনি আপোষ-মীমাংসার কথা বলেন। পরে ভিকটিমের বাবা বাদী হয়ে গত মঙ্গলবার দুপুরে দেবরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

মামলার বাদী বলেন, মেয়েকে তার দেবর জোরপূর্বক ধর্ষণ করেছে। উপযুক্ত শাস্তির প্রত্যাশায় থানায় মামলা করেছি। তবে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি ভুক্তভুগী ঐ নারীর স্বামী বা অভিযুক্তের বড় ভাই।

জানতে চাইলে কুমারখালী থানার ওসি সোলাইমান শেখ বলেন, ভাবিকে তার সন্তান হত্যার ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে দেবরের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীর বাবা। মামলায় আসামিকে মঙ্গলবার রাতে গ্রেফতার করে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়াও ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category