• শুক্রবার, ০২ জুন ২০২৩, ১০:২৮ অপরাহ্ন

মুজিবনগরে পল্লী চিকিৎসককে কুপিয়ে যখম করেছে যুবলীগ নেতা

বিবর্তন প্রতিবেদক / ৮৬ Time View
Update : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
মুজিবনগরে পল্লী চিকিৎসককে কুপিয়ে যখম করেছে যুবলীগ নেতা
মুজিবনগরে পল্লী চিকিৎসককে কুপিয়ে যখম করেছে যুবলীগ নেতা

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুরে জমি সংক্রান্ত বিরোধে আব্দুল মান্নান (৬০) নামের এক পল্লী চিকিৎসককে কুপিয়ে জখম করেছে মহাজনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল হক মিঠু। বুধবার (২৯মার্চ) বিকেলে মহাজনপুর বাজারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত মান্নান মহাজনপুর গ্রামের ওমর আলীর ছেলে। মিঠু একই ইউনিয়নের কোমরপুর গ্রামের রেজাউল হকের ছেলে কিন্তু ছোট থেকেই মহজানপুরে নানীবাড়িতেই বসবাস করে আসছে । অপরদিকে পল্লী চিকিৎসককে কুপিয়ে জখম করা মিঠুকে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনগন। আহত আব্দুল মান্নানকে গুরুত্বর জখম অবস্থায় উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আব্দুল মান্নানের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। পথিমধ্যে আবস্থার অবনতি হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মহাজনপুর বাজারপাড়া এলাকায় ফজলু নামের এক ব্যক্তির জমি আব্দুল মান্নানের ভাগ্নে তাপু ক্রয় করে। জমি ক্রয়ের পর থেকেই ওই জমি নিয়ে মিঠুর সাথে বিরোধ চলে আসছিলো পল্লী চিকিৎসক আব্দুল মান্নানের। বুধবার বিকেলে জমিতে থাকা গাছের ডাটা পাড়তে গিয়ে আব্দুল মান্নানের সাথে মিঠুর বাকবিতন্ডার সৃষ্টি হয়। এসময় মিঠু দেশীয় অস্ত্র দিয়ে আব্দুল মান্নানকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা মিঠুকে গণপিটুনি দিয়ে জখম করে। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মিঠুকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।

এবিষয়ে মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল জনান, ঘটনাটি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আব্দুল মান্নানের অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলেও পথিমধ্যে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অপরদিকে ঘটনাস্থল থেকে মিঠুকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। এখনো কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!