• শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৯:০৬ অপরাহ্ন

গাংনীর আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিবর্তন প্রতিবেদক / ৭৫২ Time View
Update : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
গাংনীর আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
গাংনীর আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যানে কাজ করার আহবান জানিয়ে ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হলো আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের। মেহেরপুরের গাংনীতে সোমবার সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গন নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে সাজানো হয় বিদ্যালয়। অনুষ্ঠানে কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে। সকল শ্রেণীর শিক্ষার্থীদের সাথে অভিভাবকরাও মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে।
আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল। এসময় বিশেষ অতিথি হিসেবে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আখতারুজ্জামান বাবু, গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, ধানখোলা (ক) ইউনিট আওয়ামী লীগের সভাপতি আলী আজগর, সাধারণ সম্পাদক জয়নাল আবেদন। এসময় উপস্থিত ছিলেন ধানখোলা ইউপি সদস্য আবুল বাসার, প্রাক্তন শিক্ষক লিয়াকত আলী, ধানখোলা ইউপির সাবেক সদস্য জালাল উদ্দীন, গাংনী পৌর আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক জাকির হোসেন বাচ্চু্, মীর এমদাদসহ, রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!