চুয়াডাঙ্গায় মুক্তিযোদ্ধা পরিবারের উপর সন্ত্রাসী হামলা নির্যাতন ও জমি দখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধার সন্তান সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরীব রুহানি মাসুম, বায়েজিদ জাকির হোসেনসহ অনেকে।
বক্তারা বলেন, চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলপাড়ায় রনি, কাবা, নান্টু, বাধনসহ কয়েকজন দির্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করায় ২৭ জানুয়ারী রাতে মুক্তিযোদ্ধার সন্তান হাসিবসহ বেশ কয়েক জনকে কুপিয়ে জখম করে। এ বিষয়ে সদর থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ ওই রাতেই রনি, কাবা ও নান্টুকে আটক করে। তবে জামিনে মুক্ত হয়ে তারা আবারও হত্যার হুমকি দিচ্ছে। এদেরকে আইনের আওতায় না আনলে, কঠোর আন্দোলনের হুমকি দেয়া হয় মানববন্ধন থেকে।