মেহেরপুরের মুজিবনগরে উপজেলা যুব মহিলা লীগের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক আয়োজিত ১০ তারিখে ঢাকার গোলাপবাগে অনুষ্ঠিত সম্মেলনের বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার বিকাল ৩টার দিকে মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ হতে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কেদারগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারের চার রাস্তার মোড়ে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুত শোভা মল্লিক এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘শেখ হাসিনা সরকার এদেশের কাঙ্ক্ষিত উন্নয়নে কাজ করছে। তার এই অব্যাহত উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্যই বিএনপি’র সম্মেলন, যা কখনোই জনগণ মেনে নেবে না এবং আমরা যুব মহিলা লীগের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তকলিমা খাতুন মোনাখালী ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি মরিয়ম খাতুন প্রমূখ।