নানা কর্মসূচীর মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হয়েছে বেগম রোকেয়া ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসটি। দিবসটি উপলক্ষে শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অতিঃ দায়িত্ব) নীলা হাফিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীমআরা হীরা। পরে “জয়ীতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষ কার্যক্রমের আওতায় জেলায় অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী ফারাজানা জেসমিন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী শামীমা আক্তার, সফল জননী নারী উম্মে আরা রুমী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী ছাদিকুন নেছা, সমাজ উন্নয়নে অসামন্য অবদান রাখা নারী রাজিয়া খাতুনের হাতে জয়ীতা পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।