ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পেছনে ককটেল বিষ্ফোরণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৮ডিসেম্বর) দিবাগত রাত দুইটার দিকে কার্যালয়ের পেছনের দিকে একটি ফাঁকা জায়গায় পর পর চারটি ককটেল বিষ্ফোরণের আওয়াজ পাওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয়রা ও পুলিশ। এ ঘটনার পরেই কার্যালয়ের পূর্ব পাশ পাঁচটি অবিষ্ফোরিত অবস্থায় ককটেল উদ্ধারের দাবি করেছে পুলিশ। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঝিনাইদহ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা তথ্য নিশ্চিত করে বলেন, গতকাল রাতে বিকট শব্দ শুনে রাতে পুলিশের একটি দল আওয়ামী লীগের দলীয় কার্যালয় এলাকায় যায়। সে সময় পুলিশ সদস্যরা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পিছনে ককটেল বিস্ফোরণের স্থান পরিদর্শন করেন। একই সময়ে কার্যালয়ের পূর্ব পাশ থেকে আরও পাঁচটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেন। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।