পূজা উদযাপন পরিষদের মেহেরপুর জেলা কমিটি গঠন
সনজিৎ পাল বাপ্পিকে আহবায়ক ও অশোক চন্দ্র বিশ্বাসকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মেহেরপুর জেলা আহবান কমিটি গঠন হয়েছে।
বুধবার(৭ ডিসেম্বর) কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী জে এল ভৌমিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার স্বাক্ষরিত এক পত্রে আগামী ৩ মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদন প্রাপ্ত জেলা আহবায়ক কমিটি ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়াও একই পত্রে পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বাতিল ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটি।