আলমডাঙ্গার পৌর এলাকার গোবিন্দপুর মাঠপাড়ায় বসত বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্কিভুত হয়েছে।
স্থানীয় সূত্রে জানাযায়, আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর মাঠপাড়ার দিনমজুর মৃত সেকেন্দার আলীর ছেলে ওমর আলী। পরিবার নিয়ে সে দীর্ঘদিন বসবাস করে আসছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুর্তেই আগুনের লেলিহা বাড়ির আশপাশে ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের সহযোগীতায় আগুন নেভানোর চেষ্টা করলে তা ব্যর্থতায় রূপ নেয়। খবর পেয়ে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ইতোমধ্যে দিনমজুর ওমর আলীর বসতবাড়ি সহ বিভিন্ন মালামাল পুড়ে ভস্কিভুত হয়।
এঘটনায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ওমর আলীর বাড়ি পরিদর্শন করেছে আলমডাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার রনি আলম নুর। এসময় ক্ষতিগ্রস্ত পরিবারকে নগত ২ হাজার টাকা ও ৮ টি কম্বল প্রদান করেন। এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগীতার আশ্বাস প্রদান করেন।