মেহেরপুরে কাঠ ভর্তি আলগামনের ধাক্কায় কাজী রফিকুল ইসলাম (৮০) নামের সেনাবাহিনীর এক অবসরপ্রাপ্ত সৈনিক গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত আটটার দিকে মেহেরপুর শহরের হোটেল বাজার জামে মসজিদের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। কাজী রফিকুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের মৃত কাজী সিরাজুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাজী রফিকুল ইসলাম বর্তমানে মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় বসবাস করেন। তিনি এশার নামাজ আদায় করে বাসায় ফেরার উদ্দেশ্যে রাস্তা পার হচ্ছিল এই সময় বাসস্ট্যান্ডের দিক থেকে আসা কাঠ ভর্তি একটি আলগামন তাকে সজোরে ধাক্কা মারে। এতে তিনি রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।