গাংনীতে শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন
মেহেরপুরের গাংনীতে জেলা তথ্য অফিসের উদ্দ্যোগে ও ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় ৫ থেকে১০ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিনেশন বিশেষ ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ডিসেম্বর) বিকাল তিনটায় ষোলটাকা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার আব্দুল আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ষোলটাকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার পাশা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি আলামিন হোসেন। এসময় ইউপি সদস্যসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।