মেহেরপুর জেলা পরিষদ চত্বরে চারতলা বিশিষ্ট রেস্ট হাউজ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে জেলা পরিষদ চত্বরে এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, জেলা পরিষদের সদস্য শামীম আরা হিরা, ইমতিয়াজ হোসেন মিরন, রেড ক্রিসেন্ট সোসাইটির মেহেরপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক এড একরামুল হক হিরাসহ বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।
জেলা পরিষদ বাস্তবায়নে প্রাক্কলিত ২,৭০,২৫,০৭৩/- টাকা চুক্তি মূল্য: ২,৬৮,৮৭,১৩২/- টাকা ব্যয় ধরা হয়েছে।