গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের সাবেক ইউপি সদস্য রুহুল কুদ্দুসের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার দুপুর দুইটার সময় সাহারবাটির সামাজিক কবরস্থানে তার জানাযা অনুষ্ঠিত হয়। এলাকার বিভিন্ন শ্রেনীপেশার হাজারও মানুষ অংশ গ্রহন করেন। রুহুল কুদ্দুস সাহারবাটি গ্রামের মৃত আইয়ুব আলীর মেজ ছেলে।
জানাযা নামাজের আগে মরহুমের স্মৃতিচারণ মুলক আলোচনা করেন সাহারবাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আঃ গনি বিশ্বাস, ধানখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাকিবুল ইসলাম টুটুল।
পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত কারনে কয়েকমাস ধরে অসুস্থ ছিলেন রুহুল কুদ্দুস। শুক্রবার বিকালে বেশি অসুস্থ্য হয়ে পড়লে তাকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থার উন্নতি না হওয়ায় রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসাপালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে শেষ নিঃশ^াস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাহি রজিউন) মৃত্যুকালে স্ত্রী, পুত্র, কন্যাসহ দেশের বিভিন্ন এলাকায় অনেক গুনাগ্রহী রেখে গেছেন। রুহুল কুদ্দুস সাহারবাটি ইউপি সদস্য হিসেবে দির্ঘদিন মানব সেবার সুযোগ পেয়েছিলেন। সামাজিক বিভিন্ন কাজে তার অবদান রয়েছে। তার এই মৃত্যুতে পরিবারসহ গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। মরহুমের রুহের মাগফেরাত কমনা করেছেন তার পরিবার।