• মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০১:৩৪ অপরাহ্ন

গাংনী উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিবর্তন প্রতিবেদক / ১৪৪ Time View
Update : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
গাংনী উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
গাংনী উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

গাংনী উপজেলা পাইপ স্যানেটারী ও ইলেকট্রিশিয়ানসহ অন্যান্য নির্মাণ শ্রমিক ইউনিয়নের অভিষেক উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে গাংনী কাঁচা বাজারে সংগঠনের কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউল হক। সাংবাদিক মাজেদুল হক মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী বাজার কমিটির সভাপতি সালাউদ্দীন শাওন, কুষ্টিয়া জেলা বেসরকারি ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়ন সভাপতি এএনএম তৌফিক তপন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শহিদ, গাংনী উপজেলা ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়ন কোষাধ্যক্ষ আতিকুর রহমান পলাশ, উপদেষ্টা হারুন-অর রশিদ, আকিজ পাইপ কোঃ প্রতিনিধি রাকিবুল ইসলাম, বিজলী ক্যাবল প্রতিনিধি মোঃ রানা ও গাংনী বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী জিয়াউর রহমান জিয়া প্রমুখ।
গাংনী উপজেলা পাইপ স্যানেটারী ও ইলেকট্রিশিয়ানসহ অন্যান্য নির্মাণ শ্রমিক ইউনিয়ন নামে সম্প্রতি ট্রেড ইউনিয়ন লাইসেন্স ভুক্ত হয়েছে। দীর্ঘদিন সংগঠনটি তাদের সদস্যদের নিয়ে সাংগঠনিক কর্মকান্ড করে আসছে। সংগঠনের সার্বিক কাজে সকলের কাছে সহযোগিতা কামনা করেন সংগঠনের সভাপতিসহ নেতৃবৃন্দ।
দ্বিতীয় পর্বে রাতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা। চ্যানেল আই ক্ষুদে শিল্পীখ্যাত গাংনীর জনপ্রিয় শিল্পী উদয় বাউলসহ স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা গান পরিবেশন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!