“অসমতা দূর করি, এইডস মুক্ত বিশ্ব গড়ি” এ প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে বিশ্ব এইডস দিবস। দিবসটি উপলক্ষে আজ (১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে শহরের পৌর ঈদগাহ মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভযাত্রায় নেতৃত্ব দেন সিভিল সার্জন ডাঃ জাওয়াহেরুল আনাম সিদ্দকী। শোভযাত্রাটি মেহেরপুর জেনারেল হাসপাতাল সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল চত্ত্বরে গিয়ে শেষ হয়। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবাবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস, সিভিল সার্জন অফিসের ইপিআই সুপারেন্ডেন্ট আব্দুস সালামসহ হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা অংশ নেয়।