মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে ২৫০ পিচ ইয়াবাসহ ফুরকান আহমেদ ওরফে খান সাহেব(৩৫) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যার দিকে মেহেরপুরের গাংনী উপজেলা চৌগাছা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক ফুরকান আহমেদ চৌগাছা গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
জানা গেছে, মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাসেমের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মদন মোহন সাহা, সহকারি উপ-পরিদর্শক জিএম শহিদুল ইসলাম, মোঃ রুহুল আমিন সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা চৌগাছা গ্রামে অভিযান চালায়। এ সময় ফুরকান আহমেদকে আটক করার পর তার কাছ থেকে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছিল।