দৈনিক মানব জমিন পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি সাহাজুল ইসলাম সাজুর পিতা দবির উদ্দীন ইন্তেকাল করেছেন। মঙ্গলবার ভোর পাঁচটার দিকে নিজ বাড়ি গাংনীর হাড়িয়াদহ গ্রামে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৫) বছর।
পারিবারিক সুত্র জানায়, দবির উদ্দীন বেশ কিছুদিন যাবত বার্ধক্য জনিত অসুস্থ ছিলেন। মঙ্গল ভোরে তিনি মারা যান। বেলা ১১ টার সময় গ্রামের সামাজিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
মৃত্যুকালে তিনি দুই ছেলে তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক সাহাজুল ইসলাম সাজুর পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলায় কর্মরত সাংবাদিক বৃন্দ।