মেহেরপুর বারাদী ক্যাম্প পুলিশের বিশেষ অভিযানে দশ বোতল ভারতীয় মদসহ চায়না খাতুন (৩৫) নামের এক নারী মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুর ২ টার দিকে বারাদি পুলিশ ক্যাম্প এলাকা থেকে তাকে আটক ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। চায়না খাতুন মেহেরপুর সদর উপজেলার বর্শিবাড়ীয়া গ্রামের দিনমজুর ছোরাপ আলী স্ত্রী। চায়না খাতুন আটক হলেও মোটরসাইকেল চালক আনোয়ার নামের এক ব্যক্তি পালিয়ে পালিয়ে গেছে।
বারাদী পুলিশ ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, ক্যাম্পের এএসআই শাখাওয়াত ও এএসআই সিদ্দিকসহ ও সঙ্গীয় ফোর্স নিয়ে ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় আনোয়ার ও চায়না খাতুনকে সিগন্যাল দিলে আনোয়ার সিগনাল অমান্য করে যাওয়ার চেষ্টা করলে পিছন থেকে মোটরসাইকেল টেনে ধরে গতিরোধ করি। এসময় মোটরসাইকেল ফেলে আনোয়ার পালিয়ে যায়। চায়না খাতুন ব্যাগসহ রাস্তায় পড়ে গেলে মদের বোতল গুলো রাস্তা উপর পড়ে যায়। এসময় মদ ও মোটরসাইকেলসহ চায়না খাতুনকে আটক করা হয়। পরবর্তীতে মদসহ চায়না খাতুনকে সদর থানায় প্রেরণ করা হয়েছে। মামলাটি প্রক্রিয়াধীন আছে বলে জানা যায়।