মেহেরপুরের গাংনীতে উপজেলা আইন সহায়তা কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে গাংনী উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা আইন সহায়তা কমিটি এ সভার আয়োজন করে।
আইন সহায়তা কমিটির সভায় উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানমের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এমএ খালেক। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আহম্মেদ আলী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লাভলী খাতুন, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ, রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু, বামুন্দি ইউপি চেয়ারম্যান ওবাইদুর রহমান কমল, ধানখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সাহারবাটি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, ষোলটাকা ইউপি চেয়ারম্যান আনোয়ার পাশা, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও কৃষক প্রতিনিধি ওয়াসিম সাজ্জাদ লিখনসহ জেলা লিগাল এইড প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।